ইউরোপের কোন দেশে যদি কোন সাদা চামড়াওয়ালা ইসলামবিদ্বেষী পথেঘাটে জনসম্মুখে কোন মুসলিমের উপর জঙ্গি বলে আক্রমণ করে বসে এটা দেখে অন্যান্য পথচারীদের কি প্রতিক্রিয়া হতে পারে, এর উপর মুসলিম ইউট্যুবার করিম সাহেব একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন কিছুদিন আগে। ভিডিওতে দেখা গেছে মুসলিম দম্পতিটাকে উগ্রবাদীদের আক্রমণ থেকে বাঁচাতে নিজ থেকে এগিয়ে আসছেন অনেক পথিচারী। এমন কি একজন ইহুদী তো বেশ চটে গিয়ে পাল্টা হুমকিও দিয়ে ফেলেছে উগ্রবাদী উত্যক্তকারীদের। এ ভিডিওর মাধ্যমে তারা বুঝাতে চেয়েছে মুসলমানদের নামে আন্তর্জাতিক মিডিয়া যা কিছুই ছড়াক ইউরোপের মানুষের মধ্যে অপরাধবোধটা কিছুটা হলেও বাকি আছে এখনো।
এটা একটা অমুসলিম দেশের রমজান মাসের চিত্র। আচ্ছা ধরেন, এই নিরীক্ষাটা রমজানের শুরুতে যদি আমাদের দেশে চালানো হতো। কোন এক চৌরাস্তায় গোপন ক্যামেরা ফিট করা হলো। কি চিত্র ধরা পড়তো ক্যামেরায়? মানে, আমি সেই জঙ্গিসন্দেহে ধরপাকড়ের চিত্রের কথা বলছি যাদের সংখ্যা দুইদিনে হাজার ছাড়িয়ে গিয়েছিল।
হ্যা, ইউরোপের মত কোন সাদাচামড়ার উগ্রবাদী এসে আক্রমণ না করলেও আপনার বন্ধু পুলিশ কিন্তু আপনাকে ছাড়তোনা। রোজা রেখে রাস্তায় বের হয়েছেন। ইফতারটা জেলে বসেও করা লাগতে পারে। এক্ষেত্রে আপনাকে যদি আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় তাহলে রাস্তায় চকবাজারের ঐতিহ্যবাহী শাহি ইফতারগুলো একনজর দেখার সৌভাগ্য আপনার অর্জন হয়েও যেতে পারে। আবার ধরেন, আপনি রাতে মাদরাসার বোর্ডিং থেকে খানা এনে রেখেছেন সেহরী খাবেন বলে, পুলিশ সেহরীর টাইমে তল্লাশীর নামে ঢুকে আপনার সেহরী খেয়ে চলে গেল। এই ছোটখাটো ঘটনার নিন্দাবাদ বা প্রতিবাদ কোনটা করারই প্রয়োজনীয়তা অনুভূত হবেনা আপনার। কারণ আপনার মাদরাসার একজন উস্তাদকে বিনাঅপরাধে পুলিশ ধরে নিয়ে গেলে তাতেই তো প্রতিবাদ হয়না এখন আর।
আচ্ছা, অপরাধবোধের কথা বলছিলাম। হয়তো জঙ্গি ইস্যুটা রাজনৈতিক বলে সবাই অরাজনৈতিক থাকতে চায়। তাই এই অপরাধটা তারা বোধ করেনা। তাই প্রতিবাদও হয়না। তবে এই অরাজনৈতিক মানুষগুলা যখন আবার কোন শাহবাগী মতাদর্শীর জঙ্গিবিরোধী ফতুয়ার পক্ষে বিশাল স্ট্যাটাস দেয় কেবল মাত্র দেওবন্দী বলে তখন কি সেটাকে গোড়ামী বলতে হয়না? যাদের কমনসেন্স আছে তাদের কাছে বিষয়টা খুবই হাস্যকর। কারণ এই এইসব লম্বা স্ট্যাটাসে সাফাই গানেওয়ালারা নিজেরাও বুঝে না যে এই সো কল্ড ফতুয়ার রাজনীতিকরনের মাধ্যমে তাকেই জঙ্গি বানানো হচ্ছে।
এটা তখনকার অবস্থা বলছি যখন ধরপাকড়ের ফতুয়া রিলিজ হয়নাই। আর এখন তো ধরপাকড়রের বৈধতায় এই বাংলার লাখো আলেমেদের সাক্ষরিত ফাতওয়ার ফ্রী কপি প্রশাসনের কাছে মওজুদ। সো এখন বৈধতার সহিত আপনাকে জঙ্গি সাব্যস্ত করা হবে। জাস্ট ওয়েট এন্ড সি...
No comments:
Post a Comment